ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কালনাগিনী সাপকে উদ্ধার করে এক্স-রে,ব্যাপক আলোচনার জন্ম

rising sylhet
rising sylhet
জুলাই ১০, ২০২৫ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

লাঠির আঘাতে আহত এক কালনাগিনী সাপকে উদ্ধার করে এক্স-রে করে চিকিৎসা দিচ্ছেন প্রাণি সেবায় নিয়োজিত সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা।

এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি পটুয়াখালীর কলাপাড়া এলাকায় ঘটেছে ।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। এক্স-রে করে দেখা যায়, সাপটির মাঝ বরাবর হাড়ে ফাটল ধরেছে। এরপর শুরু হয় চিকিৎসা কার্যক্রম।

এর আগে সকালে আমতলীর পূজাখোলা দফাদারবাড়ি এলাকা থেকে স্থানীয়দের লাঠিপেটা থেকে সাপটিকে উদ্ধার করা হয়। প্রায় ৩ ফুট দৈর্ঘ্যের এই ডোরাকাটা সাপটি ছিল রক্তাক্ত অবস্থায়।

এদিকে এক্স-রে টেকনিশিয়ান সাঈদ হোসেন বলেন, মানুষের এক্স-রে তো নিয়মিত করি, কিন্তু এই প্রথম সাপের এক্স-রে করলাম-অভিজ্ঞতাটাও ছিল ব্যতিক্রম।

সহকারী কমিশনার ইয়াসীন সাদেক বলেন, সাপটিকে সুস্থ করতে সবধরনের সহায়তা দেয়া হবে। এটি বন্যপ্রাণী রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সহায়তায় এক্স-রে করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য সাপটিকে ঢাকায় পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।