ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কালনী-কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বি রু দ্ধে অ ভি যা ন

rising sylhet
rising sylhet
মার্চ ২৮, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

ads

আজমিরীগঞ্জে বদলপুর ইউনিয়নের পিরোজপুর ও কাটাকালী গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বালু বোঝাই একটি নৌকাসহ ড্রেজার চালক দয়াল মিয়া নামে একজনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার।

বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার ভোর ৪ টা পর্যন্ত কালনী-কুশিয়ারা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল, স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

এ সময় অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের ড্রেজারসহ আরো দুটি নৌকা পিরোজপুর ঘাট থেকে ছেড়ে উজানের দিকে পালিয়ে যায়।

অভিযান পরিচালনার সময় অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা প্রশাসনকে হেনস্তা করতে ডাকাত ডাকাত বলে চিৎকার করে এলাকায় আতংক সৃষ্টি করে এবং অভিযানে হামলার চেষ্টা করে ব্যর্থ হয়। আটক দয়াল মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কদমতলী গ্রামের শহিদ মিয়ার পুত্র।

এই বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপ-প্রশাসনিক কর্মকর্তা তজমুল হক বাদী হয়ে শুক্রবার (২৮ মার্চ) রাতে বালু উত্তোলনের মুলহোতা সোহেল মিয়া ও তার ভাই আওয়ামী লীগ নেতা ফজলু মিয়াসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো১০-১৫ জনকে আসামী করে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রাম সংলগ্ন কালনী-কুশিয়ারা নদী থেকে সোহেল মিয়া ও তার ভাই আওয়ামী লীগ নেতা ফজলু মিয়াসহ একটি চক্র অবৈধ ভাবে বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলো। এতে করে পিরোজপুর, পিটুয়ারকান্দি গ্রাম, সুনামগঞ্জ-হবিগঞ্জ আঞ্চলিক মহসড়কের কালনী নদীর উপর নির্মিত সেতু, রাস্তা, পানি উন্নয়ন বোর্ডের সরকারি কোটি টাকা অর্থায়নে নির্মিত ফসলরক্ষা বাঁধ ও নদী ভাঙ্গন রোধে গ্রামগুলো রক্ষা করার জন্য নেয়া জিও ব্যাগ ফেলা প্রকল্পের কাজ ভাঙ্গনের কবলে পড়বে বলে আশংকা করেন এলাকাবাসী।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউ-কে বলেন, আমরা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবিড় রঞ্জন তালুকদার বলেন, ‘প্রশাসনের দোহাই দিয়ে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয় এসময় বালু বোঝাই একটি নৌকা ও এক চালককে আটক করা হয়েছে। প্রশাসনের দোহাই দেয়ার এখতিয়ার শুধু মজলুমের, নিপিড়ীতের, আইনপ্রিয় ও আইনমান্যকারী জনতার। কোনো দুষ্কৃতকারী, অপরাধীর প্রশাসনের দোহাই দেয়ার কোন অধিকার নেই। প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধ করা তো অনেক দুরের বিষয়। এই বিষয়ে আজমিরীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।