ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কালিঘাটে ডিবির অভিযান: ভারতীয় জিরাসহ দুইজন আটক

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৫, ২০২৫ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কালিঘাট রোডে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেছে এবং দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এলাকায় স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় এই ঘটনা ঘটে।

তল্লাশির জন্য থামানো একটি মিনি পিকআপ থেকে ৪৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট প্রায় ১,৩৫০ কেজি জিরার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ ৭৫ হাজার টাকা বলে জানায় পুলিশ। নিয়ম অনুযায়ী যানটিও জব্দ করা হয়েছে।

আটক হওয়া দুই ব্যক্তি হলেন—সিলেট কোতোয়ালী থানার আম্বরখানা বড়বাজার এলাকার লাকির আহমেদের ছেলে রাফি আহমেদ (২০) এবং সুনামগঞ্জের শাল্লা থানার হবিবপুর এলাকার মৃত শ্রীকান্ত চন্দ্র সরকারের ছেলে রয়েল চন্দ্র সরকার (২৭)।

ডিবি জানায়, ভারতীয় জিরা চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে আদালতে উপস্থাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।