মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারের কালীঘাট পেঁয়াজপট্টি এলাকা থেকে তীর শিলং জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে ৩ জন জুয়াড়ীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- মো. আহমাদ হোসেন (২৯), আল-আমিন আহমদ আলী (৪২), মোজাহিদ শেখ (৩৫)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার ননএফআইআর-৪৫০,তারিখ-২৪/১০/২০২৫খ্রিঃ। ধারা- সিলেট মহানগর পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় আসামীদ্ব‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন কালীঘাট পেঁয়াজপট্টি খেয়াঘাট সংলগ্ন প্রকাশ্য স্থানে অভিযান পরিচালনা করে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়।