ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

কিনব্রিজে ডালিম খুন মামলায় রাজ গ্রেফতার

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কিনব্রিজ এলাকায় ডালিম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি রাজ আহমদ ওরফে আবদুল আহাদ (২৪)–কে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজ আহমদ দক্ষিণ সুরমার খানুয়া গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে এবং মামলার এজাহারভুক্ত দ্বিতীয় আসামি।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া ও আসামিরা আগে থেকেই একে অপরকে চিনতেন। তারা একটি চোর ও ছিনতাইকারী চক্রের সদস্য ছিল। গত ৭ আগস্ট রাতে কিনব্রিজের উত্তর প্রান্তে ডালিমকে অপরাধমূলক কাজে অংশ নিতে বলা হয়, কিন্তু তিনি রাজি না হয়ে তা পুলিশে জানাবেন বলে সতীর্থদের হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাজ পেছন থেকে তাকে ধরে রাখে এবং শেখ মনির ওরফে কালা মনিরসহ অন্যরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ডালিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, তবে পরদিন (৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। মামলার তদন্তে র‌্যাব ছায়া নজরদারি শুরু করে এবং এরই ধারাবাহিকতায় শনিবার রাজকে গ্রেফতার করা হয়।

এর আগে, ১১ আগস্ট মামলার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকেও র‌্যাব আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।