
কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ মামলায় ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—সিফাত হোসেন ওরফে মনি (২২) ও মুশফিকুর রহমান ওরফে অপু (২২)। তাদের মধ্যে সিফাতের বিরুদ্ধে ৫টি এবং মুশফিকুরের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।
জানা গেছে, গত শনিবার রাতে দোহার পৌরসভা এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে একটি গ্যারেজে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করে কয়েক যুবক। পরে এ ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়।
সোমবার (১৬ জুন) দুপুরে ঢাকার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রোববার বংশাল ও নবাবগঞ্জ এলাকা থেকে আসামি সিফাত ও মুশফিকুরকে গ্রেপ্তার করে দোহার থানা-পুলিশ। তবে এখনও এক আসামি পলাতক রয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।