ঢাকারবিবার , ২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

rising sylhet
rising sylhet
এপ্রিল ২, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরীকে ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২ এপ্রিল) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকর মো. আসাদুল্লাহ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত সাইদুল সরদার সদর উপজেলার পোরগোলা গ্রামের মো. আমজেদ আলী সরদারের ছেলে।

পিরোজপুর নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২০১৭ সালের ১২ আগস্ট ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওইদিন (১২ আগস্ট) স্থানীয় কদমতলা জর্জ হাইস্কুল থেকে বাড়ি ফেরার পর তার বসতবাড়ির পাশের পুকুরে হাত-মুখ ধুতে গেলে আসামি সাইদুল সরদার কিশোরীকে পেছন থেকে মুখ চেপে ধরে সেখানেই ধর্ষণ করে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা মো. হুমায়ুন কবির শেখ বাদি হয়ে ঘটনার পরদিন পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলেও জানান আব্দুর রাজ্জাক খান।

১২১ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।