ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে ফাঁদে ফেলে ৫ জন মিলে ধ র্ষ ণ ও হ ত্যা র ঘটনায় দুইজনকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

কিশোরীকে ফাঁদে ফেলে রাজধানীর মহাখালীর বাসায় নিয়ে যাওয়া হয়। সেই কিশোরীর মরদেহ রোববার (২ ফেব্রুয়ারি) উদ্ধার করা হয় হাতিরঝিল থেকে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নানা তথ্য তুল ধরেন উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান।

গ্রেফতার ব্যক্তিদের বরাত দিয়ে ডিসি আরও জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার হাতিরঝিল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাকি তিনজনকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, হত্যার দায় স্বীকার করে আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি। তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রওনক জাহান বলেন, হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে ৫ জন মিলে ধর্ষণ করলে মেয়েটি অচেতন হয়ে পড়ে। একপর্যায়ে ওই কিশোরীকে বস্তায় ভরে মধ্যরাতে রিকশায় করে হাতিরঝিলে নিয়ে ফেলে দেয়া হয়। ধর্ষণ ও হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, কিশোরীর মুঠোফোনের সূত্র ধরে গত ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ওই কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে।

৩৪ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।