
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, জেলা প্রশসনের অনুমোদন ও ইটভাটা পরিচালনার বিভিন্ন লাইসেন্স না থাকায় নাগেশ্বরী ভিতরবন্দে অবস্থিত মেসার্স এস এস ফোর নামক ইট ভাটার চিমনি ভাঙ্গাসহ ভাটার আগুন নিভিয়ে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম সম্পন্নভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।
শনিবার (৮ মার্চ) সকালে মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান।
এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,স্থানীয় থানা পুলিশ,আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।