কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরে ছাত্রীদের মাঝে নতুন বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ জুন) সকাল ১১ টায় নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের মাঝে হলোখানা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা পরিষদের উদ্যোগে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: গোলজার হোসেন মন্ডল, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোতালেব হোসেন ব্যাপারী, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য দুলাল হোসেন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা সদস্য তমিজন বেগম, গণমাধ্যম কর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা।