ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে নানা আয়োজনে আ ন্ত র্জাতিক নারী দিবস পালিত

rising sylhet
rising sylhet
মার্চ ৮, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ads

কুড়িগ্রাম প্রতিনিধি: জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য ছিলো “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ  (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা সমূহ প্রদক্ষিন করেন।

র‌্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা জেলা প্রশাসক কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- জেবুন নেছা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম। আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজার রহমান খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম,  বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জল শিকদার প্রমুখ প্রজেক্ট অফিসার ওর্য়াল্ড ভিশন কুড়িগ্রামসহ আরও অনেকে।

এছাড়া র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিওর নারীকর্মী ও নানা শ্রেণী পেশার নারীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।