ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় অদ্য ১১ ফেব্রুয়ারী, ২০২৫খ্রি: উলিপুর উপজেলা অডিটোরিয়াম হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

উক্ত প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল মতিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, কুড়িগ্রাম। উক্ত প্রশিক্ষণে উলিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহন করেন। তিনি দুর্যোগের মৌলিক ধারনা এরং দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনাব ডাঃ মোহাম্মদ হারুন অর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম । তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন স্বাস্থ্য বিষয়ে যে কোন সমস্যা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা এসে সেবা নিতে এরং কোন সমস্যা হলে আমাকে অবহিত করতে। এবং আরও প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জনাব খন্দকার মো: ফিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উলিপুর, কুড়িগ্রাম । তিনি দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা করেন।

প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, এবং দুযোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টাল সর্ম্পকে বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন মোঃ সাদিক আল হায়াত, উপ-পরিচালক, লাইট হাউজ, প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ জাহাঙ্গীর আলম, প্রকল্প সমন্বয়কারী লাইট হাউজ। আরও উপস্থিত ছিলেন প্রত্যেক উপজেলার সমন্বয়কারীগন।

১৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।