
রাইজিংসিলেট- কুবিতে নজরুল হল থেকে গাঁ জা ও বুলেট উদ্ধার, রুম সিলগালা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের একটি রুম থেকে গাঁজা ও ব্যবহৃত বুলেট উদ্ধার করা হয়েছে। ২৮ জুলাই রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. হারুন এই অভিযান চালান।
রুম নম্বর ৩০৭ থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়। সেসময় সেখানে তিন শিক্ষার্থী অবস্থান করছিলেন—সবুজ মিঞা, রবিন আউয়াল রবিন ও সাঈদ উদ্দিন আহমেদ। এর মধ্যে সবুজ মিঞা নজরুল হলের আবাসিক নন; তিনি শহীদ নীরেন্দ্রনাথ দত্ত হলের শিক্ষার্থী।
উল্লেখযোগ্য যে, সাঈদ উদ্দিন আহমেদ আগে মাদক সেবনের অভিযোগে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন, তার হলে অবস্থানও নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তার হলে অবস্থান প্রসঙ্গে প্রভোস্ট বলেন, রুমের বাসিন্দারা নিয়ম লঙ্ঘন করে তাকে থাকার সুযোগ দিয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
হল কর্তৃপক্ষ রুমটি সিলগালা করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’।