ঢাকামঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুরআন শরীফ বুকে ধারণ করা, অন্তরে স্থাপন করা মেধা ছাড়া সম্ভব নয়-অধ্যাপক জাকির হোসেন

rising sylhet
rising sylhet
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, অধ্যাপক জাকির হোসেন বলেছেন, একজন ছাত্র যখন কুরআনে হাফিজ হয়, তার মেধা অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের থেকে অনেক বেশি থাকে। কুরআন শরীফ বুকে ধারণ করা, অন্তরে স্থাপন করা মেধা ছাড়া সম্ভব নয়। আল্লাহ তাদেরকে আলাদা রহমত দিয়েছেন বিধায় এটা সম্ভব। আমরা সবাই যাতে ইসলামের শান্তির বাণী ও রাসুল (সা.) দেখানো পথে জীবনের শেষ দিন পর্যন্ত ইমানের সাথে থাকতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি।

তিনি আরো বলেন, সিলেটের বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তার মত সমাজের অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরীর মাছিমপুরস্থ জামিয়া মা’ছূমিয়া ইসলামিয়ায়, বিশিষ্ট্য ব্যবসায়ী আব্দুর রহমান রিপন এর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বোর্ডের ফাইনাল পরীক্ষায় বৃত্তিপাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জামিয়া মা’ছূমিয়া ইসলামিয়া’র মুহতামিম হযরত মাওলানা হাফিজ নাজমূদ্দীন কাসিমীর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইওরপুল জামে মসজিদের সভাপতি বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব এম এ মতিন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট্য শিক্ষানুরাগী ও সমাজসেবী হাফিজুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট মেট্রোপলিটন এর প্রাক্তন প্রেসিডেন্ট, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবী আজিজুর রহমান শিপন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও সমাজবেসী গোলাম হাদী ছয়ফুল, হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সিলেট হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সামাজসেবী আব্দুস সুবহান, সমাজসেবী আব্দুর রব চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও সমাজসেবী সোহেল আহমদ কবির, লন্ডন প্রবাসী কামাল আক্কাস চৌধুরী, জামাল উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হিফজ নাজারার ছাত্র মো. রাহাত আহমদ। ইসলামী সংগীত পরিবেশন করেন হিফজ ২য় বর্ষের ছাত্র ওলী উল্লাহ জুনায়েদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।