ঢাকাশনিবার , ২৫ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুরিয়ারের মাধ্যমে দেশজুড়ে ভারতীয় পণ্য পাচারের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৫, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট নগরীর নাইওরপুলস্থ এস.এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস যোগে সারা দেশে পাচার হচ্ছে ভারতীয় পণ্যের চোরাচালান!

দীর্ঘদিন থেকে এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব চোরাচালান পাচার হচ্ছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় এসব তথ্য প্রকাশ পেয়েছে। পাচার হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় জিরা, ফুসকা, শাড়ী, স্ক্রিন কেয়ার ক্রীম, তেল, বিস্কিট, কিটক্যাট, ক্যাটবেরি চকলেট।

সূত্র জানিয়েছে, সিলেটের সীমান্ত দিয়ে আসা বিভিন্ন ধরনের মাদক, মোটরসাইকেল কিট ঢাকায় পাচারে চোরাকারবারিদের সহযোগীতা করছে সিলেটের বেশ কয়েকটি পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস পরিবহন সংস্থা। বর্তমানে সিলেট থেকে দেশের বিভিন্ন জেলায় বড়-বড় চোরাচালান পাচারে চোরাকারবারিদের ভরসা স্থল পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস পরিবহন সংস্থা।

নগরীর কালিঘাটের একাধিক সূত্র জানিয়েছে, ভারত থেকে ভোররাতে সিলেটের সীমান্ত দিয়ে আসা এসব অবৈধ পণ্যের চালান নগরীর কালিঘাটসহ নগরীর কয়েকটি এলাকার গোডাওনে এসে হয়ে যায় বৈধ! পরে চোরাকারবারি চক্রের পুরাতন নিলামের কাগজ এবং দোকানের রিসিট মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে নাইওরপুলস্থ এস.এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস সহ সিলেটের বেশ কয়েকটি কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে এসব ভারতীয় অবৈধ পণ্যের চালান দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে।

মূলত; ২৫ আগস্ট শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এস.এ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটার পরে সিলেট জুড়ে আলোচনা শুরু হয় এস.এ পরিবহন নিয়ে। ঘটনার পরদিন ওসমানীনগর থানা পুলিশ ৬ ডাকাত সহ ডাকাতি হওয়া ১০ লাখ ৪৭ হাজার ৪৯০ টাকার মালামাল উদ্ধার করে। সেই মালামালটি ছিল ভারতীয় পণ্যের। উদ্ধারকৃত মালামালের মধ্যে ছিল- ১৯ বস্তা জিরা, ৬৭৫ প্যাকেট ফুসকা, ৫৮ পিস শাড়ী, ১২০০ পিস স্ক্রিন কেয়ার ক্রীম, ১ বস্তা চাল।

২৫ আগস্ট শনিবার সিলেট-ঢাকা মহাসড়কে এস.এ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের গাড়ি ডাকাতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল জিরা, ফুসকা, শাড়ী, স্ক্রিন কেয়ার ক্রীম, চাল।

এরআগে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল এস.এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করেছে।

গত ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে নাইওরপুলস্থ এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে সেনাবাহিনীর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে সেখান থেকে অবৈধ মালামাল জব্দ করে। সেই সময়ে এই অফিসটি তালা মেরে দেওয়া হয় এবং কুরিয়ার অফিসের সব স্টাফকে আটক করা হয়। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। ঘটনার দু’দিন পর ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিজিবি’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাননো হয়- তাদের সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশন জব্দ করে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এস.এ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য জব্দ করে। যার মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এ সময় কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪০) এবং হেলপার সৌরভ (১৯)-কে আটক করে পুলিশ।

আটককৃত চালক আব্দুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং হেলপার সৌরভ শরীয়তপুরের জাজিরা থানার কদমআলি মাতব্বর গ্রামের আইয়ুব আলীর ছেলে। এস আই তমাল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঢাকামুখী এসএ পরিবহনের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-অ ১৩-১০০২) থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার হয়। আটক ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভারতীয় অবৈধ পণ্য এস.এ পরিবহনের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস মাধ্যমে পাচারের কারনে সিলেটের সচেতন মহলের মধ্যে নানান রকম প্রশ্ন দেখা দিয়েছে? এসব বিষয় নজরদারিতে রেখেছেন বলে জানিয়েছেন আইন প্রয়োগকারী একটি বিশেষ সংস্থা।

সম্প্রতি এসব ঘটনার বিষয় জানতে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সুপারভাইজার মো. ফারাদুল ইসলাম’কে একাধিক বার কল করলে তার মুঠোফোন ব্যস্ত দেখায়।

সূত্র- নিউজ মিরর

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।