
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে স্বপন আহমেদ (২৮) নামের এক যুবক নিজ গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত স্বপন আহমেদ ওই গ্রামের মখই মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, স্বপনের দুইজন স্ত্রী থাকলেও বর্তমানে কেউই তার সঙ্গে বসবাস করতেন না। ঘরে শুধু স্বপন ও তার মা থাকতেন। রোববার (৯ নভেম্বর) রাতে নিজ ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। ফাঁস দেওয়ার আগে স্বপন নিজের মোবাইল ফোনে ভিডিও রেকর্ড চালু করেন বলে জানা গেছে।
খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি আত্মহত্যার ঘটনা। বিষয়টি তদন্ত করে আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।