ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কেইলর নাভাসের থাকা-না থাকা নিয়ে চলছিল গুঞ্জন

rising sylhet
rising sylhet
মে ২৪, ২০২৪ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

কোপা আমেরিকার দল এখনও ঘোষণা করা হয়নি । এরমধ্যে কেইলর নাভাসের থাকা-না থাকা নিয়ে চলছিল গুঞ্জন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল নাভাস জানান, ‘আমার জীবনের এই অধ্যায়ের শেষ হতে চলেছে। হৃদয়ভরা কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি আমি, দৃষ্টি আমার সামনে এবং মনের ভেতর সবসময়ই লালন করব আমার প্রিয় কোস্টারিকার নাম।

২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নাভাসের। দলে যোগ দিয়েই জানান দেন যোগ্যতার। গোলরক্ষক হিসেবে ভালোই খ্যাতি ছড়িয়ে পড়ে তার। তিনটি বিশ্বকাপ খেলা এই তারকা ২০১৪ সালে স্মরণীয় সাফল্য পেয়েছিলেন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তার নৈপুণ্যে ব্রাজিলকে হারায় কোস্টারিকা।

ক্লাব ফুটবলেও নাভাসের সাফল্য দেখার মতো। নিজের সেরা সময় তিনি কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। লেভান্তে থেকে ২০১৪ সালে লস ব্লাঙ্কোস শিবিরে যোগ দিয়ে জেতেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবটির হয়ে জিতেছেন চারটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, একটি করে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপও।

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেও পরবর্তীতে জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত থাকার আশ্বাস দেন নাভাস। তিনি বলেন, ‘এটা অম্লমধুর একটা অনুভূতি, মেনে নেওয়া কঠিন। তবে শেষ একটা সময় করতে হতোই। তবে এটা বিদায় নয়, স্রেফ বলছি যে আবার দেখা হবে। কারণ আমাদের পথ আবার কোনো সময় একসঙ্গে মিলবেই। ধন্যবাদ কোস্টা রিকা, আবার দেখা হবে।

৯৯ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।