সিলেটের কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী যুবদলের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন জাতীয়তাবাদী যুবদল তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে বিজয় অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন অবস্থাতেই ঐক্য নষ্ট হতে দেয়া যাবে না। এ দল শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রস্তুত। দল যাকে মনোনয়ন দেবে তার জন্য কাজ করতে হবে। আর তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ধানের শীষের বিজয়ের জন্য মাঠে নামতে হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে মঙ্গলবার দুপুরে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে এই বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল মোত্তাকিন বাদশা, উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাজ্জাদ হোসেন দুদু, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমদ রুহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন, সিলেট জেলা যুবদলের ১ম সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিম আহমদ ফরহাদ, উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রাইসুল ইসলাম রাজন, আরমান আহমদ, আবু আল হেলাল, আবুল হোসেন, সিনিয়র সদস্য হেলাল মিয়া, মাসুদ রানা, আসাদুজ্জামান আসাদ, ওয়ারিছ মিয়া, মাসুক মিয়া প্রমুখ।