ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কোরিয়ান অভিনেত্রীর হঠাৎ রহস্যজনক মৃত্যু

rising sylhet
rising sylhet
এপ্রিল ১২, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

রাইজিংসিলেট- দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ২৬ বছর। তিনি নেটফ্লিক্সের ‘জম্বি ডিটেকটিভ’ সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

মঙ্গলবার অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের মৃত্যুর খবর জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি। যদিও তার মৃত্যুর কারণ জানা যায়নি। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরিবারের ইচ্ছা অনুযায়ী, ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে। জীবদ্দশায় তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে। তবে নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি।

তার পরবর্তী  কে-ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।

১০৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।