ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েন বেআইনি: ফেডারেল আদালতের রায়

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ও নৌবাহিনীর মেরিন সদস্য মোতায়েন করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন—এমনই রায় দিয়েছে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত।

রায়ে বলা হয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করার অধিকার ফেডারেল সরকারের নেই। ফলে গ্রেপ্তার, তল্লাশি, জেরা, ট্রাফিক বা জনসমাগম নিয়ন্ত্রণ কিংবা তথ্য সংগ্রহের মতো কাজে সেনা সদস্যরা অংশ নিতে পারবেন না। তবে ফেডারেল ভবন ও সম্পদ রক্ষায় সেনা ব্যবহারের সুযোগ থাকবে।

এই রায়ের ভিত্তি শত বছরের পুরোনো পোসি কোমিটাটাস অ্যাক্ট, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে—গৃহযুদ্ধ বা বিদ্রোহ ছাড়া দেশের অভ্যন্তরে বেসামরিক আইন প্রয়োগে সেনাবাহিনী ব্যবহার করা যাবে না। আদালত উল্লেখ করেছে, লস অ্যাঞ্জেলেসে সংঘটিত বিক্ষোভ বিদ্রোহে পরিণত হয়নি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ছিল।

বিচারক চার্লস ব্রেয়ার রায়ে বলেন, ট্রাম্প প্রশাসন যেভাবে সেনা মোতায়েনের ব্যাখ্যা দিয়েছে, তা আইনটির মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও জানান, প্রেসিডেন্ট চাইলে ‘ইনসারেকশন অ্যাক্ট’ ব্যবহার করতে পারতেন, কিন্তু ট্রাম্প তা করেননি।

এই মামলাটি করেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম। রায়ের পর তিনি বলেন, “আদালতের এই সিদ্ধান্ত প্রমাণ করেছে যে আমাদের রাজ্যের রাস্তায় সেনা নামানো ছিল বেআইনি।” তিনি আদালতে আরও আবেদন করেছেন যাতে নির্বাচনের আগ পর্যন্ত লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত সেনা মোতায়েন সংক্রান্ত ট্রাম্পের আদেশ বাতিল করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।