ঢাকাশুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেটারদের প্রতি বর্ণবাদী মন্তব্য মেনে নেওয়া যায় না

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৭, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আফগানিস্তানের কাছে সিরিজ হারার পর বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলিকে লক্ষ্য করে কিছু বর্ণবাদী মন্তব্যও উঠে আসে, যা নিয়ে সরব হয়েছেন জাতীয় দলের কোচ ফিল সিমন্স।

শুক্রবার (১৭ অক্টোবর) মিরপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিমন্স জানান, খেলোয়াড়দের সামাজিক মাধ্যমে জবাব দেওয়ার প্রবণতা পছন্দ করেন না তিনি। তার মতে, আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের উচিত নিজেদের পারফরম্যান্স দিয়ে সমালোচনার জবাব দেওয়া।

সিমন্স বলেন, “খেলোয়াড়দের সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু লেখার বিষয়ে আমি একমত নই। ব্যক্তিগতভাবে মত প্রকাশের অধিকার থাকলেও, জাতীয় দলের প্রতিনিধিত্বকারী কারও কাছ থেকে আমি এসব আশা করি না।”

তিনি আরও বলেন, “জাকের আলিকে নিয়ে যেসব বর্ণবাদী মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আপনি কোথা থেকে এসেছেন, সেটা বড় বিষয় নয়—মানবিকতার জায়গা থেকে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”

এর আগে দেশে ফেরার পর বিমানবন্দরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগানের মুখে পড়ে বাংলাদেশ দল। এ ঘটনায় ব্যাটার মোহাম্মদ নাঈম তার ফেসবুক পোস্টে লেখেন, “ঘৃণা নয়, ভালোবাসা চাই।” তবে ওই পোস্টও নতুন করে বিতর্ক তৈরি করে।

সিমন্সের পরামর্শ, “সমালোচনার জবাব মাঠে দেওয়া উচিত, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।”

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১:৩০ মিনিটে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।