ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট হেরে গেছে, নির্বাচনী ফিক্সিং বন্ধ হোক: তামিমের প্রতিবাদ

rising sylhet
rising sylhet
অক্টোবর ১, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে আরও ১৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। গণমাধ্যমের সামনে এসে তামিম এই নির্বাচন প্রক্রিয়াকে কড়া ভাষায় আক্রমণ করেছেন।

তামিম বলেন, “আমি আর ১৪-১৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে এসেছি। কারণ খুবই পরিষ্কার। এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নেই।”

তিনি সরাসরি অভিযোগ করেন, “ক্রিকেট হেরে গেছে। এটা কোনো নির্বাচন না, এটা এক ধরনের ফিক্সিং। এ ধরনের নোংরামির অংশ হতে চাই না বলেই সরে দাঁড়িয়েছি। এটা বিসিবির জন্য একটা কালো অধ্যায়।”

তামিমের মতে, নির্বাচনটি স্বচ্ছতার সঙ্গে হচ্ছে না এবং যেভাবে এটি পরিচালিত হচ্ছে তা ক্রিকেটের সঙ্গে একেবারেই বেমানান। “যখন যেটা ইচ্ছা, সেটাই করা হচ্ছে। এটা কোনো সুস্থ নির্বাচন প্রক্রিয়া নয়,”— বলেন তিনি।

সরে দাঁড়ানো বাকি প্রার্থীদের সম্পর্কেও তামিম বলেন, “যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন, তাদের অনেকেই নিজেদের জায়গায় শক্ত অবস্থানে ছিলেন। ভোট পাওয়ার ভালো সম্ভাবনাও ছিল। তাদের সরে যাওয়া এই অনিয়মের বিরুদ্ধে এক ধরনের সম্মিলিত প্রতিবাদ।”

শেষে তামিম বলেন, “বাংলাদেশের ক্রিকেট এমন আচরণ ডিজার্ভ করে না। আমাদের ক্রিকেটপ্রেমী জনগণও এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য।”

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রভাবশালী ১৫ জন প্রার্থীর সরে দাঁড়ানোয় নির্বাচন নিয়ে বিতর্কের ঝড় আরও জোরালো হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।