ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খন্দকার মুক্তাদিরের কাছে মহানগর তাঁতীদলের কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে সদ্য ঘোষিত সিলেট মহানগর তাতী দলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সাবেক নেতৃবৃন্দ। সোমবার (১৫ ডিসেম্বর) তার নিজ বাসভবনে এই স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। এসময় আব্দুল গফফার সহ তাতীদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, পূর্বে অনুমোদিত সুপার ফাইভ কমিটি বহাল থাকা সত্ত্বেও কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই ফেসবুকের মাধ্যমে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে দলের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে এবং বিতর্কিত ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নেতৃবৃন্দের অভিযোগ, এই আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে দলীয় ঐক্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। তৃণমূলের নির্যাতিত ও ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে অযোগ্য ও নিষ্ক্রিয় ব্যক্তিদের পুনরায় পদায়ন করায় সংগঠনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

স্মারকলিপিতে বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপটে বিতর্কিত এই আহ্বায়ক কমিটি বাতিল করে তৃণমূলভিত্তিক, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নে নতুন কমিটি গঠনের জন্য খন্দকার আব্দুল মুক্তাদিরের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।