
রাইজিংসিলেট- সিলেট শহরতলীর খাদিম দাসপাড়া নোয়াগাঁও এলাকায় এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে সংঘটিত এই ঘটনায় ৮ থেকে ১০ জন ডাকাত সদস্য অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
জানা গেছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী কমর উদ্দিন সম্প্রতি দেশে ফেরেন। তার ফেরার কয়েক দিনের মধ্যেই ডাকাতরা ভোররাতে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয় এবং বাধা দিলে তাদের মারধরও করা হয়।
ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী, স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনাটি জানাজানি হওয়ার পর শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।