ঢাকাসোমবার , ৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর: তারেক রহমান

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে যখনই গণতন্ত্র বিপন্ন হয়েছে, তখন খালেদা জিয়া তা পুনঃপ্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন, এবং তার বিরুদ্ধে পূর্বে যে ধরনের রাজনৈতিক দমন-পীড়ন হয়েছে, তাও তিনি তুলে ধরেন।

তিনি বলেন, খালেদা জিয়ার শরীরিক সামর্থ্য যদি অনুমতি দেয়, তাহলে তিনি নিঃসন্দেহে আগামী নির্বাচনে কোনো না কোনোভাবে ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, দল ও দেশের জন্য খালেদা জিয়ার অবদান অপরিসীম।

সাক্ষাৎকারে তারেক রহমান নিজের দেশে ফেরার বিষয়েও বলেন, কিছু বাস্তব কারণে এতদিন দেশে ফেরা হয়নি, তবে এখন সময় এসে গেছে বলে মনে করেন তিনি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ, খুব শিগগিরই দেশে ফিরব।”

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “যেখানে একটি প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমি দূরে থাকতে পারি না। আমি জনগণের সঙ্গে, জনগণের মাঝেই থাকব।”

জুলাই মাসের আন্দোলন সম্পর্কেও তিনি মত প্রকাশ করেন। তিনি বলেন, তিনি নিজেকে কখনোই ওই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না। এই আন্দোলনের পেছনে দীর্ঘদিনের প্রস্তুতি ছিল এবং এতে বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ ছিল।

তারেক রহমান বলেন, “এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল দেশের জনগণ, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এটা কোনো একক ব্যক্তি বা দলের অর্জন নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।