ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

খেলার মাঠে যদি নামেন, সৌজন্যও পালন করতে হবে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আজ রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোর পর্বে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী — ভারত ও পাকিস্তান। তবে ম্যাচ শুরু হওয়ার আগেই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে মাঠের বাইরের একটি বিতর্ক ঘিরে।

গ্রুপ পর্বের ম্যাচ শেষে অভিযোগ ওঠে যে, ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অনীহা প্রকাশ করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অভিযোগ জানালে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

এনডিটিভির একটি আলোচনায় এ প্রসঙ্গে মতামত দেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন এবং সাবেক ক্রিকেটার নিখিল চোপড়া।

আজহারউদ্দিন বলেন, “হ্যান্ডশেক খেলার অংশ। এটা কোনো বড় বিষয় নয়। আপনি যদি মাঠে নামেন, তাহলে খেলার নিয়ম-কানুন মেনে চলাই উচিত। শুধু প্রতিবাদ জানানোর জন্য খেলায় অংশ নেওয়া উচিত নয়।”

অন্যদিকে, নিখিল চোপড়া বিষয়টি নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার মতে, হয়তো পাকিস্তানি ক্রিকেটারদের মন্তব্য বা আচরণে ভারতীয়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তিনি বলেন, “সম্ভবত মাঠে কিছু কথা বা ঘটনা ঘটেছিল, যার কারণে ভারতীয় দল সিদ্ধান্ত নেয় ম্যাচ শেষে হাত মেলানো হবে না। গম্ভীর বা সূর্যকুমারের মতো সিনিয়ররাই হয়তো এ সিদ্ধান্তে নেতৃত্ব দিয়েছেন।”

তিনি সতর্ক করে আরও বলেন, এমন আচরণ দলের মনোবল ও শৃঙ্খলার ওপর প্রভাব ফেলতে পারে, এমনকি শাস্তির কারণও হতে পারে। তবে মজার ছলে তিনি যোগ করেন, “ভারত-পাকিস্তান ম্যাচ মানেই একটু নাটক থাকবে, তাই বলব, ‘পিকচার আভি বাকি হ্যায়।’”

আজহারউদ্দিন আবারও মনে করিয়ে দেন, প্রতিটি খেলার পরিস্থিতি আলাদা, এবং বর্তমান ঘটনাকে অতীতের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।

উল্লেখ্য, গ্রুপ পর্বে ভারত অনায়াসেই হারিয়েছিল পাকিস্তানকে। এবার সুপার ফোরের ম্যাচ ঘিরে মাঠের বাইরের উত্তেজনাও পৌঁছেছে চরমে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।