ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ-হাবিবুর রহমান

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ads

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার টানা দেড়যুগ মানুষের উপর সীমাহিন জুলুম নিপীড়ন চালিয়েছে। সর্বশেষ তারা অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ছাত্র-জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির লজ্জাজনক পতন হয়েছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজী আজো বন্ধ হয়নি। এসব থেকে জাতিকে মুক্তি দিতে এবং গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে জগনণ রায় দিতে প্রস্তুত রয়েছে।

 

 

তিনি বলেন, আমি আপনাদের সন্তান। শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন পেরিয়ে এখন বৃদ্ধ বয়সেও আপনাদের পাশে রয়েছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাজের সকল অসঙ্গতি দূর করতে চাই। কাংখিত উন্নয়ন এবং সমাজের সকল স্তরের ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।

 

 

তিনি শুক্রবার (৮ আগস্ট) রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২১নং ওয়ার্ড সভাপতি মো. আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, শাহপরান পশ্চিম থানা আমীর মোহাম্মদ সাহেদ আলী ও সেক্রেটারী নজরুল ইসলাম প্রমূখ।

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- থানা জামায়াত নেতা মাওলানা আহমদ হোসাইন, আবদুল আহাদ সিদ্দিকী, হামিদ বক্স মুহিন, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসুদ, লামাপাড়া মসজিদের সভাপতি ফারুক আহমদ প্রমূখ। সমাবেশে সংগঠনের জনশক্তি ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।