
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বিজয়রে মাসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা যানাচ্ছি সকল শহীদের প্রতি। আজ বিজয়ের মাসে গণতন্ত্রের প্রতীক দেশ মাতা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি যেন সুস্থ্য হয়ে দেশ-মাটি ও মানুষের জন্য কাজ করতে পারেন দোয়া করছেন কোটি কোটি মানুষ। তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার জিয়া পরিবার। জিয়া পরিবারকে ধ্বংস করতে ও জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দিতে নানান ষড়যন্ত্র করা হয়েছে। দেশ মাতা এক ছেলেকে হারিয়েছেন, এক ছেলেকে নির্যাতন করে নির্বাসনে পাঠানো হয়েছে, দেশ নেত্রীকে দেশ ছাড়ার চক্রান্ত করা হয়েছে তার পরও তিনি দেশ ছাড়েনি, কারো সাথে আপোষ করেননি।
জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘ ১৭বছর এই তিন উপজেলার মানুষের সাথে যে অন্যায় অবিচার করা হয়েছে তা ভাবতে অভাক লাগে। যে দিকে গেছে শুধু গর্ত। শিক্ষা প্রতিষ্টান , ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাটের বেহাল দশা। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপিকে ক্ষমতায় যেতে হবে। বিএনপি সরকার গঠন করলে এক বছরের মধ্যে এই এলাগুলোর চিত্র বদলে যাবে।
তিনি বলেন দীর্ঘ ১৮ বছর পরে বিএনপির নেতারা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। নির্বাচন নামে ভোট ছিলো মানুষ ভুলে গেছে। তারা দিনের ভোট রাতে দিতো। যার কারণে মানুষ নির্বাচনে ভোট দেয়া ভূলে গেছে। এই প্রতিকুল অবস্থান থেকে নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়েছে। ভোটারদের কাছে যেতে হবে, ভোটকেন্দ্র নিরাপদ নিশ্চিয়তা দিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে হবে।
আজ বৃহস্পতিবার রাতে চিকনাগুল বাজারে জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন তেরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মছদ্দর আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ সাদেক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ৬নং চিকনাগুল ইউনিয়নের চেয়ারম্যান এবিএম জাকারিয়া, জৈন্তাপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান আলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী।
আরও বক্তব্য রাখেন, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন, ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি শফিক আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবদল নেতা মঈনুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাকিল আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান সাব্বির, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজন আহমদ রিমন, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি ইমরান আহমদ, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লায়েক, ৬নং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রায়হানুল হক জিসান।
স্বাগত বক্তব্য রাখেন ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম চৌধুরী। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ৬নং চিকনাগুল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজমল আলী। সভা শেষে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুস শাকুর।
এদিকে সন্ধ্যার পর কুমারপাড়াস্থ বাসভবনে
কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট- জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন। প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ছাত্রদল নেতৃবৃন্দকে প্রত্যেক ইউনিয়ে- গ্রামে -গ্রামে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে। দীর্ঘ ১৭বছর যারা ভোট দিতে পারেন নি ও নতুন ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন ককরতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দিনার, সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক সায়েদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক বদরুল আলম শাওন , সদস্য সচিব শাহিন আলম।