ঢাকারবিবার , ১০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গণতান্ত্রিক ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মিশন: ইমদাদ চৌধুরী

rising sylhet
rising sylhet
আগস্ট ১০, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি সবসময়ই গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকারের পক্ষে সংগ্রাম করে আসছে। দলের মূলনীতি হলো, জনগণের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন এবং তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আমাদের দল কোনো ব্যক্তির ইচ্ছা বা স্বেচ্ছাচারিতার ওপর চলে না। প্রতিটি পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করা হয়। দলের নেতাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার ঐতিহ্য বিএনপির গর্ব।

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে স্বৈরাচারীভাবে ক্ষমতায় বসে থাকা শেখ হাসিনা গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিলো। বিএনপি ও দেশের সাধারণ মানুষ সেই অন্যায়ের বিরুদ্ধে অবিরাম আন্দোলন চালিয়ে এসেছে। সেই আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশত্যাগ করে পালিয়েছে, ছাত্র ও জনতার বিজয় হয়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, এখন সময় এসেছে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতৃবৃন্দকে সরাসরি ভোটের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত করার। বিএনপি কখনোই সুযোগসন্ধানীদের জায়গা করে দেবে না। জনগণের রায়ই হবে নেতৃত্ব নির্বাচনের একমাত্র পথ।

রবিবার (১০ আগস্ট) রাতে নগরীর ৩৪নং ওয়ার্ডে বিএনপি নেতাকর্মীদের সাথে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক ফখর ঊদ্দীন পংকি, আব্দুল মালেক,সালেক আহমদ, শাহআলম, মুক্তার আহমদ জয়নাল আবেদীন, আহমদ সত্তার সুমন, জালাল আহমদ, কয়েছ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।