
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন, ছাতক থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও ওসি তদন্ত রনজয় কুমার ঘোষ।
আইনশৃঙ্খলাসহ ছাতকের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, দৈনিক সমকাল ও দৈনিক উত্তরপূর্বের ছাতক প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক ইনকিলাব এর ছাতক প্রতিনিধি ও দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার কাজী রেজাউল করিম রেজা, দৈনিক কালবেলা ও দৈনিক একাত্তরের কথা’র ছাতক প্রতিনিধি সাকির আমীন, দৈনিক মানবকন্ঠ’র ছাতক প্রতিনিধি মোঃ খালেদ মিয়া, দৈনিক আমার দেশ ও দৈনিক জৈন্তাবার্তা’র ছাতক প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন ও নন্দিত টিভির ছাতক প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক ভোরের চেতনা ও দৈনিক ঘোষণা’র ছাতক প্রতিনিধি ফজল উদ্দিন, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া, এশিয়ান টিভির ও বাংলাদেশ ক্রাইম সংবাদের ছাতক প্রতিনিধি এ আর সায়েম, চ্যানেল এস’র ছাতক প্রতিনিধি অজিৎ কুমার দাশ, এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি তাজিদুল ইসলাম, দৈনিক সুনামগঞ্জের খবর ও দ্যা কান্ট্রি টুডে’র ছাতক প্রতিনিধি আবু বক্কর সিদ্দিক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্তের ছাতক প্রতিনিধি জানে আলম, দৈনিক আজকের সকাল’র ছাতক প্রতিনিধি জামরুল রেজা, দেশবার্তা নিউজের ছাতক প্রতিনিধি দিলোয়ার হোসেন, দৈনিক সুনামগঞ্জের সময়’র ছাতক প্রতিনিধি পাপলু মিয়া।