
গতিশীল ক্লাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রার্থী হয়েছেন,কবীর আহমদ সোহেল।
সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল ১৮ এপ্রিল। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে এবারের নির্বাচন অনুষ্টিত হচ্ছে। ভোটারদের কাছে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল।
মেধাবী ও সাহসী সাংবাদিক কবীর আহমদ সোহেল সিলেট প্রেসক্লাবকে আধুনিক যুগোপযোগী সাংবাদিক বান্ধব ও গতিশীল ক্লাব হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে প্রার্থী হয়েছেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় ঋদ্ধ কবীর আহমদ সোহেল নতুনত্ব আনতে চান সিলেট প্রেসক্লাবে। ঘুণে ধরা জড়তা মুছে দিতে চান।এই প্রত্যয়দীপ্ত স্বপ্নমালা বাস্তবায়নে সিলেট প্রেসক্লাবের সম্মানিত সদস্যদের সহযোগিতা চান তিনি। ৯৮ জন সক্রিয় ভোটারের সময়োপযোগী সঠিক রায়ে সিলেট প্রেসক্লাবের ভাগ্যাকাশে নতুন অরুণিমার উদয় হবে আগামীকাল ১৮ এপ্রিল। এ আশাবাদ সকল ভোটারদের।
কিছু মানুষকে পরিচয় করিয়ে দিতে হয়। আর কিছু মানুষ আপন পরিচয়েই উদ্ভাসিত। কবীর আহমদ সোহেল শেষোক্তদেরই একজন। তিনি ১৯৯৪ সালে সিলেট প্রেসক্লাবের সাধারণ সদস্য পদ লাভ করেন। নানা ঘাত প্রতিঘাতে সিলেট প্রেসক্লাবের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ইতোপূর্বে সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে পৃথক দুটি সেশনের দায়িত্ব পালন করেছেন।
সুশিক্ষিত কবীর আহমদ সোহেল রাজনীতি বিজ্ঞানে স্নাতোকত্তোর ডিগ্রিধারী। এছাড়া তিনি জার্নালিজম এন্ড ইনফরমেশন সাইন্সে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ( পিজিডি) করেছেন।
সাংবাদিকতার বাইরে কবীর আহমদ সোহেল বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি বৃটেনের কার্ডিফ- সিলেট কানেকটিং ক্লাসরুম প্রোগ্রামের বাংলাদেশ চাপ্টারের কো-অর্ডিনেটর , জার্মানীর জার্মান – বাংলাদেশ কালচারাল ফোরাম এর বাংলাদেশ ইউনিটের প্রধান ছাড়াও দেশী বিদেশী বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন।
কবীর আহমদ সোহেল সিলেট প্রেসক্লাব সদস্যদের স্থায়ী বাসস্থান, ক্লাব সদস্যদের সন্তান/পোষ্যদের শিক্ষা সুবিধা, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে কাজ করতে চান। তিনি প্রেসক্লাবের কল্যাণ ফান্ডকে ফলপ্রসু ব্যবস্থাপনার মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে কার্যকর করতে চান।
বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী কবীর আহমদ সোহেল ১৯৯২ সালে দৈনিক সিলেট বাণী’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন । এরপর তিনি স্থানীয় দৈনিক জালালাবাদ, দৈনিক শ্যামল সিলেট , জাতীয় দৈনিক খবরপত্র, মানবকন্ঠ ও সাপ্তাহিক খবরের অন্তরালে সুনামের সাথে কাজ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার বাংলা পত্রিকা ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের খ্যাতিমান সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর সাথে কাজ করার সৌভাগ্যবান সাংবাদিক কবীর আহমদ সোহেল।
৯০ দশকে নন্দিত এই সাংবাদিকের সম্পাদনায় প্রকাশিত সাপ্তাহিক সিলেট পরিক্রমা সিলেট অঞ্চলে রীতিমত ঝড় তুলে। অসুর শক্তির ষড়যন্ত্রে পাঠকপ্রিয় এই সাপ্তাহিকটি বন্ধ হয়ে যায়। থেমে থাকেনি কবীর আহমদ সোহেলের অগ্রযাত্রা। সত্যের সপক্ষে প্রতিদিন এই প্রত্যয়ে প্রকাশমান দৈনিক প্রভাতবেলা’র গর্বিত সম্পাদক তিনি।
আগামীকাল ১৮ এপ্রিল সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সচেতন বিবেকবান সাংবাদিক সমাজ তাঁর পক্ষে রায় দেবেন। এ প্রত্যাশা সময়ের। এই প্রত্যাশা প্রতিশ্রুতিশীল সাংবাদিক সমাজের।