ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গত ছয় দশকে শিক্ষায় ব্যাপক অগ্রগতি: পররাষ্ট্র উপদেষ্টা

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশের শিক্ষা খাত গত ষাট বছরে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে নারী শিক্ষার বিস্তার এখন স্পষ্ট—অনেক বিদ্যালয়ে মেয়েটির সংখ্যাই অর্ধেকের বেশি।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেনের ভাষায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ এখনো প্রত্যাশার তুলনায় কম। তিনি মনে করেন, উন্নয়নের ধারাকে টেকসই করতে হলে মোট বাজেটের অন্তত এক-চতুর্থাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার মান উন্নত হলেও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকরা অনেক সময় যোগ্য দক্ষতার অভাবে ন্যায্য বেতন বা সম্মান পান না। উন্নত দক্ষতার অভাবের কারণে অনেক দেশে তারা অন্যান্য দেশের শ্রমিকদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম মজুরি—প্রায় ৭৫ শতাংশ পর্যন্ত—পেয়ে থাকেন, যা উদ্বেগের বিষয়।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশে চাকরি পেতে বাংলাদেশি কর্মীদের ৫ থেকে ৭ গুণ বেশি খরচ বহন করতে হয়, যা রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বলতাকেও ইঙ্গিত করে। তিনি কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী এবং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠুসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।