ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গভীর সমুদ্রে জালে ধরা পড়ল ৬১ মণ ইলিশ

rising sylhet
rising sylhet
জুলাই ১৫, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

পটুয়াখালীর কুয়াকাটার কাছাকাছি গভীর বঙ্গোপসাগরে এক মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে ৬১ মণ ইলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছ নিয়ে ট্রলারটি আলীপুর মৎস্য বন্দরে ফিরে আসে। সেখানে মাছগুলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) আওতাধীন মেসার্স খান ফিসের আড়তে নিলামে তোলা হয় এবং মোট ৩৩ লাখ ৪৮ হাজার ৭০৪ টাকায় বিক্রি হয়।

খান ফিসের ব্যবস্থাপক সাগর জানান, বড় আকৃতির (৯০০-১০০০ গ্রাম) ইলিশ বিক্রি হয়েছে মণপ্রতি ৭৩ হাজার টাকায়, মাঝারি আকৃতির (৬০০-৮০০ গ্রাম) ইলিশ ৫৮ হাজার এবং ছোট আকৃতির (৪০০-৫০০ গ্রাম) ইলিশ ৪৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। অন্যান্য মাছও মণপ্রতি ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

ট্রলারের জেলে আবু সালেহ জানান, সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে বেশ কিছুদিন লোকসানে পড়তে হয়েছিল। ‘এফ বি আল্লাহর দান’ নামের ট্রলারটি গত বৃহস্পতিবার আলীপুর ঘাট থেকে ২২ জন জেলে নিয়ে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দেয়। কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে গিয়ে তারা জাল ফেলেন। শনিবার বিকেলে জাল তুলতেই বিপুল পরিমাণ ইলিশ উঠে আসে।

মেসার্স খান ফিসের মালিক মো. রহিম খান বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামার পর জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রথমদিকে মাছের পরিমাণ কম থাকলেও বর্তমানে অনুকূল আবহাওয়ার কারণে ভালো মাছ ধরা পড়ছে।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, সাম্প্রতিক তাপমাত্রা হ্রাস পাওয়ায় গভীর সমুদ্রে মাছের পরিমাণ বেড়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলেরা আরও বেশি পরিমাণ ইলিশ ধরতে পারবেন বলে আশা করা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।