গরমের তীব্রতা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় দেশজুড়ে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শুক্রবার (২৪ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।
বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। পাশাপাশি আগামী কয়েকদিন দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ফলে, এতদিন যে রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভব হতো সেটা সাময়িক সময়ের জন্য কমে আসতে পারে।
এদিকে, আবহাওয়াবিদ ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ। এই লঘুচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। লঘুচাপটি আগামী ২৭-২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর আসার সম্ভাবনা খুবই কম।
তিনি আরও বলেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে।
বিডব্লিউওটি আরও জানায়, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা থাকলেও ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে গরম কমতে শুরু করবে এবং ২৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সারাদেশেই চলমান গরম স্বাভাবিক হয়ে আসতে পারে।