ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গরমের তীব্রতা বেড়েছে

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৪, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

ads

গরমের তীব্রতা বেড়েছে। দিনে ও রাতে সমানতালে গরম অনুভূত হচ্ছে। এ অবস্থায় দেশজুড়ে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে, যা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (২৪ অক্টোবর) আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায়।

বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশজুড়ে গরমের তীব্রতা আরও কিছুটা বাড়তে পারে। পাশাপাশি আগামী কয়েকদিন দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। ফলে, এতদিন যে রাতের বেলা কিছুটা ঠান্ডা অনুভব হতো সেটা সাময়িক সময়ের জন্য কমে আসতে পারে।

 এদিকে, আবহাওয়াবিদ ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, দক্ষিণ বঙ্গপোসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আজ। এই লঘুচাপটি ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। লঘুচাপটি আগামী ২৭-২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার আশঙ্কা করা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এর আসার সম্ভাবনা খুবই কম।

তিনি আরও বলেন, লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের কারণে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর বাংলাদেশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে।

বিডব্লিউওটি আরও জানায়, আগামী ২৭ অক্টোবর পর্যন্ত গরমের তীব্রতা থাকলেও ২৮ তারিখ থেকে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থান থেকে গরম কমতে শুরু করবে এবং ২৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে সারাদেশেই চলমান গরম স্বাভাবিক হয়ে আসতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।