ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাজা ইস্যুতে মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সংকটের প্রেক্ষিতে মুসলিম প্রধান বেশ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে গাজার বর্তমান পরিস্থিতি, যুদ্ধ পরবর্তী শাসন কাঠামো ও শান্তি প্রক্রিয়া।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে জানা গেছে, ট্রাম্প এই বৈঠকে একটি শান্তি পরিকল্পনা উত্থাপন করতে পারেন। এতে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, জিম্মিদের মুক্তি এবং হামাস ছাড়া একটি বিকল্প প্রশাসনিক কাঠামোর বিষয়টি প্রাধান্য পাবে।

ওয়াশিংটন চায়, আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠাক, যাতে ইসরায়েল সরে যেতে পারে। একইসঙ্গে গাজা পুনর্গঠন এবং রূপান্তরকালীন সময়ের ব্যয় বহনের জন্য দেশগুলোর সহায়তা আহ্বান জানানো হবে।

এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্তর্জাতিক সমর্থন বাড়ছে। যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং বেলজিয়ামের মতো দেশ দুই-রাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই স্বীকৃতির বিরোধিতা করেছে। ইসরায়েল একে “সন্ত্রাসকে পুরস্কৃত করা” বলেও মন্তব্য করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।