ঢাকারবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গাজা থেকে ইসরায়েলের দিকে ছুটছে একাধিক রকেট হা ম লা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ৭, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেটিভোট শহরের দিকে দুটি রকেট ছোড়া হয়েছে। ফিলিস্তিনভিত্তিক সশস্ত্র দল ইসলামিক জিহাদ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, নেটিভোট লক্ষ্য করেই তাদের যোদ্ধারা রকেট নিক্ষেপ করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে জানানো হয়, ছোড়া দুটি রকেটের মধ্যে একটি আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো হয়েছে এবং অপরটি জনশূন্য একটি এলাকায় আঘাত হানে। এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজায় চলমান অবরোধ ও সামরিক অভিযানের মধ্যেও ফিলিস্তিনি যোদ্ধারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়েও গাজা থেকে ইসরায়েলের দিকে মাঝেমধ্যে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়েছে অথবা জনবসতি থেকে দূরে পড়েছে।

বিশ্লেষকরা মনে করেন, গাজার সশস্ত্র সংগঠনগুলো মাঝে মাঝে এমন হামলা চালিয়ে নিজেদের সক্রিয়তা ও প্রতিরোধের বার্তা দিতে চায়। অন্যদিকে, ইসরায়েল সাধারণত এ ধরনের ঘটনার জবাবে পাল্টা হামলা চালিয়ে থাকে।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজা উপত্যকায় এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৩৬৭ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।