
রাইজিংসিলেট- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামে গায়ে হলুদের অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। মৃত রনি মিজি ওই গ্রামের বিল্লাল মিজির ছোট ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রনির বিয়ে হওয়ার কথা ছিল পরদিন শুক্রবার, পাশের উপজেলার এক কনের সঙ্গে। সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল এবং বৃহস্পতিবার রাতে চলছিল গায়ে হলুদের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই, মহামায়া বাজার এলাকায় তার মৃত্যু হয়।
স্থানীয় এক প্রতিবেশী জানান, শুরুতে সবাই ভেবেছিলেন রনির অসুস্থতা তেমন গুরুতর নয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায় এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
রনি তিন ভাইবোনের মধ্যে ছিলেন সর্বকনিষ্ঠ। পড়ালেখার সময় তার সঙ্গে শাহরাস্তি উপজেলার ওই কনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে পারিবারিক আপত্তি থাকলেও পরে উভয় পরিবার বিয়েতে সম্মতি দেয় এবং দিন ধার্য হয় শুক্রবার।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের প্রধানীয়া জানান, রনির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বরের মৃত্যুসংবাদ শুনে কনে মানসিকভাবে ভেঙে পড়েন এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একইসঙ্গে প্রবাসে অবস্থানরত কনের বাবা ছেলের মৃত্যুসংবাদ শুনে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি সেখানেই চিকিৎসাধীন।