ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গারো পাহাড়ে শুক্রবারেই হাফ ম্যারাথন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৩, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সবুজ পাহাড় ও প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেরপুর হাফ ম্যারাথন–২০২৫’। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের আঁকাবাঁকা সড়ক জুড়ে দৌড়বিদদের পদচারণায় মুখরিত হবে পুরো এলাকা।

শেরপুর রানার্স কমিউনিটি আয়োজন করছে এবারের ম্যারাথন, যা শুরু হবে ঝিনাইগাতীর রাংটিয়া স্কুল মাঠ থেকে। চারটি বিভাগে দৌড়ে অংশ নেবেন দেশি-বিদেশি প্রায় ৮০০ জন অংশগ্রহণকারী, যার মধ্যে নারী, পুরুষ, শিশু, তৃতীয় লিঙ্গ এবং বেদে ও হরিজন পল্লীর মানুষসহ সমাজের প্রান্তিক শ্রেণির প্রতিনিধিরাও থাকবেন।

দৌড়ের বিভাগসমূহ:

১ কিলোমিটার

৫ কিলোমিটার

১০ কিলোমিটার

২১.১ কিলোমিটার (হাফ ম্যারাথন)

প্রতিযোগীদের জন্য থাকবে আকর্ষণীয় জার্সি, মেডেল, কিটব্যাগ এবং প্রতিটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের জন্য বিশেষ পুরস্কার।

এর আগে বুধবার (১২ নভেম্বর) বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ।

অনুষ্ঠানে শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম ম্যারাথনের প্রস্তুতি ও সার্বিক আয়োজন সম্পর্কে বিস্তারিত জানান। সভাপতিত্ব করেন সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া। উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, জাকির হোসেন বাচ্চু, রেস মার্শাল আব্দুল্লাহ আল মামুন সাকিবসহ আরও অনেকে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকাশ করা হয় বিভিন্ন বিভাগের জার্সি, মেডেল ও কিটব্যাগের নকশা। এ সময় স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নিরাপত্তার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার আমিনুর ইসলাম জানান, অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।