
রাইজিংসিলেট- প্রবাসীদের উদ্দেশে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, সরকার প্রবাসীদের নিজস্ব মোবাইলের পাশাপাশি বিদেশ থেকে আরও দুইটি নতুন ফোন আনতে অনুমতি দিয়েছে।
ড. নজরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে পরিষ্কার করে বলেন, মোবাইল ফোন আনা বা রেজিস্ট্রেশন নিয়ে কোনো নতুন আইন প্রণয়ন করা হয়নি। বিদেশ থেকে একাধিক ফোন আনলে অতিরিক্ত কর দিতে হবে—এমন গুজবও সত্য নয়।
তিনি ব্যাখ্যা করেন, আগের সরকার যেখানে নিজ ব্যবহারের ফোনের সঙ্গে কেবল একটি নতুন ফোন আনার অনুমতি দিত, বর্তমান সরকার সেই সুবিধা বাড়িয়ে দুইটি নতুন সেট আনার সুযোগ দিয়েছে। দুইটির বেশি আনলে শুধুমাত্র অতিরিক্ত ফোনের জন্য কর দিতে হবে। এনবিআর ব্যাগেজ রুল সংশোধনের মাধ্যমে এই সুবিধা দেওয়া হচ্ছে, তবে এটি শুধুমাত্র বিএমইটি ছাড়পত্র পাওয়া প্রবাসী কর্মীদের জন্য প্রযোজ্য।
ফোন রেজিস্ট্রেশন সম্পর্কে তিনি জানান, ১৬ ডিসেম্বরের পর নতুন ফোন ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেটি রেজিস্ট্রেশন করতে হবে—এ নিয়ম দেশের সকল নাগরিকের জন্য একই। অবৈধ ফোন ব্যবহার রোধ ও অপহরণ, চাঁদাবাজি, হুমকি এবং জুয়া নিয়ন্ত্রণের লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুজব রোধে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কিছু মহল ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে মাত্র ৬০ দিন থাকতে পারবেন—এটি সম্পূর্ণ মিথ্যা। মিথ্যা তথ্য ও গীবত ছড়ানোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।