ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাটে চোরাচালান সিন্ডিকেটের ছত্রছায়ায় পুলিশ কর্মকর্তা!

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেটের গোয়াইনঘাট থানায় গত ৫ আগস্ট সরকার পতনের পর যোগদান করেন এএসআই মোবারক। নতুন কর্মস্থল গোয়াইনঘাটে যোগদানের পর তাকে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ি পুলিশ ফাঁড়িতে সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সময়ের সাথে পাল্লা দিয়ে তার ভাগ্যও খুলে যায়। দায়িত্ব নেওয়ার পর তিনি আড়ালে চোরাকারবারি, পাথর ও বালু ব্যবসায়ীদের সঙ্গে গড়ে তোলেন ঘনিষ্ঠ সম্পর্ক।

নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান, ৫ আগস্টের পর অবৈধভাবে যারা নদী থেকে লিস্টার মেশিন দিয়ে বালু-পাথর উত্তোলন করে আসছেন, নামমাত্র অভিযানের মাধ্যমে সেই সিন্ডিকেটের সঙ্গে মোবারক গড়ে তোলেন আলাদা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে চলমান চোরাচালান, পাথর ও বালু উত্তোলন থেকে তিনি প্রতিদিন ২০-৩০ হাজার টাকা নিজের পকেটে নিতেন। এ টাকার হিসাব কেউ জানত না বলে জানান সিন্ডিকেটের বাইরের লোকজন।

সম্প্রতি বালু-পাথর লুটকাণ্ডে গোয়াইনঘাট থানার অনেক কর্মকর্তার বদলি হলেও তিনি বদলি হননি। বিট বদল করে বর্তমানে তিনি ২ নং পশ্চিম জাফলং ইউনিয়নে সহকারী বিট কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

এ বিষয়ে জানতে এএসআই মোবারকের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র- দৈনিক সিলেট বুলেটিন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।