ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জের নিহত ও আহতদের পরিবারের পাশে জেলা ছাত্রদল

rising sylhet
rising sylhet
আগস্ট ৯, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে নিহত ও আহতদের পরিবারের পাশে দাড়ানোর অংশ হিসেবে শুক্রবার গোলাপগঞ্জের নিহত ও আহতদের পরিবারের খোঁজখবর নেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারসহ নেতৃবৃন্দ।

আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের গুলোতে নিহত গোলাপগঞ্জ গোলাপগঞ্জের দত্তরাই গ্রামের মিনহাজ আহমদ, নিশ্চিন্ত গ্রামের নাজমুল ইসলাম, সানি আহমদ, তাজ উদ্দিন, গোলাপগঞ্জ পৌর এলাকার ঘোষগাঁওয়ের গৌছ উদ্দিন ও ঢাকা দক্ষিণ রায়গড়ের হাসান আহমদের কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, সুহেদুল ইসলাম সুহেদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম, শহীদুল ইসলাম অপু, মোঃ আব্দুল্লাহ, সহ সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, এম,এ সামাদ, মোফাজ্জল চৌধুরী মোর্শেদ, নজরুল ইসলাম, বাহার আহমেদ, মাহতাব উদ্দিন রুবেল, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ, পৌর ছাত্রদলের আহবায়ক সুহেদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাহান আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব টিপু সুলতান প্রমুখ।

৯০ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।