ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জ থেকে ৪দিন ধরে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ

rising sylhet
rising sylhet
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার কালাকোনা গ্রাম থেকে মানসিক ভারসাম্যহীন মো. আব্দুল সামাদ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জ উপজেলার সোনাপুর কালাকোনা এলাকা থেকে সে নিখোঁজ হয়। এব্যাপারে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে। যার নং- ৪০৭, তারিখ: ০৯/০২/২০২৫ইং।

জিডি সূত্রে জানা যায়, আব্দুল সামাদ কালাকোনা গ্রামের সাইস্তা মিয়া ও আয়াতুন্নেছার ছেলে। আব্দুল সামাদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার বয়স আনুমানিক ১৮ বছর।
তাঁর পরিবার ও আত্মীয়স্বজন গভীর উদ্বেগের মধ্যে আছেন। যদি কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধান পান বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে ০১৭১৯ ৩৫১৪৩৪ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য করার অনুরোধ করা যাচ্ছে।

১৭ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।