
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, গণঅভ্যুত্থানের এক বছর পর আগামী ফেব্রুয়ারী মাসে জাতীয় নির্বাচনের ঘোষণায় মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। সেই রাষ্ট্রকে মেরামত করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার পক্ষে জনমত সৃষ্টি হয়েছে। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী নির্বাচনে বিএনপি জয়ী হয়ে ৩১ দফার আলোকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
তিনি বুধবার (৬ আগস্ট) রাতে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রবাসী বিএনপির নেতা আব্দুল হামিদের সভাপতিত্বে, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক আহবায়ক জাবেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিলোয়ার হোসেন চৌধুরী ও গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন।
হাফিজ নজরুল ইসলামের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচীত উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিপু আহমদ, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন কৃষক দল নেতা বাহার উদ্দিন, বিএনপি নেতা জামাল আহমদ, আতাউর রহমান, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মনজুরুল করিম, বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুলেমান আহমদ ও বাঘা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য কামরুল ইসলাম মিজান প্রমূখ।