
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে বশির মিয়ার রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
তাদের হাতেনাতে জুয়াখেলার সময় গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন বিয়ানীবাজারের উজানডাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মো. মতিউর রহমানের ছেলে ফয়সল আহমদ (২১), কোতোয়ালী থানার চিটাগাঙ কলোনির ফকির মিয়া ওরফে সেলিমের ছেলে জিসান (১৯) ও ঘাসিটুলা লামাপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. সাগর (২৮)।
তাদের সবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।