
রাইজিংসিলেট- ঘন কুয়াশা- ঢাকায় নামতে না পেরে ফ্লাইট সিলেট-চট্টগ্রাম গেল। গতকাল রাত্রে কুয়াশার মাত্র খুবই বেশি ছিলো। ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ৬টি ফ্লাইট সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, কুয়াশার কারণে রাত ১২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিমান চলাচল ব্যাহত হয়েছে। তবে ৯টার দিক থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। এ সময় ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়েছে।
তিনি জানান, ৯টার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইটগুলো ঢাকায় আসা করা শুরু করে।
এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর মধ্যরাতে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বন্ধ ছিল শাহজালালে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।