ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা

rising sylhet
rising sylhet
আগস্ট ৩০, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

হকি ‎এশিয়া কাপে মালয়েশিয়ার কাছে হেরে শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলে ঘুরে দাঁড়িয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে বাংলাদেশ।

শনিবার (৩০ আগস্ট) ‎‎ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। অন্য দুই গোলের একটি করেন সোহানুর রহমান, অপরটি রেজাউল করিম।

এদিন ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু খেলা দশ মিনিট না গড়াতেই গোল শোধ করেন চায়নিজ তাইপের সুং-ইউ। অল্প সময়ের মধ্যে দুই গোল হওয়ায় লড়াইটা আরও জমে ওঠে। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেননি বাংলাদেশের আবদুল্লাহ।

প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয় । ‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই আবার গোল হজম করে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন সুং-ইউ। টানা দুই গোল হজমের পর বাংলাদেশও সুযোগ খুঁজতে থাকে। শেষ পর্যন্ত ২৬ মিনিটে আবদুল্লাহই ২-২ সমতা ফেরান।

এরপর ৪২ থেকে ৪৫ এই তিন মিনিটে আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ। পরপর দুই গোল করেন ফরোয়ার্ড রাকিবুল। আর পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোলটি করেন আশরাফুল।

তৃতীয় কোয়ার্টারে আক্রমণে ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। তাতে গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ৩-২ করেন বাংলাদেশের ডিফেন্ডার সোহানুর রহমান।

‎৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি কর্নার থেকে গোল করার পর ৫৮ মিনিটে ব্যবধান ৮-২ করেন আশরাফুল। তবে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এক গোল শোধ করে হারের ব্যবধানটা কমায় চায়নিজ তাইপে। শেষ পর্যন্ত ৮-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।