ঢাকাশনিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামেও একটি ঝটিকা মিছিল

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

বন্দরনগরী চট্টগ্রামেও একটি ঝটিকা মিছিল হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে।

মিছিল থেকে দুজনকে আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালায় পাঁচলাইশ থানা পুলিশ। অভিযানে আরও দুজনকে আটক করা হয়।

নগরীর হামজারবাগ এলাকায় ঝটিকা মিছিলটি হয়েছে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে। তবে, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান।

আটক চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ২০ মিনিটে হামজারবাগ এলাকার আজিজুল্লাহ সড়কে হযরত কামাল শাহ (র.) এর মাজার গেটের সামনে থেকে ঝটিকা মিছিলটি বের হয়। ছাত্রলীগের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন ইভানের নেতৃত্বে মিছিলটি থেকে সরকারবিরোধী স্লোগান দেয় অংশগ্রহণকারীরা।

ওসি আরও বলেন, পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাদা রঙের মাইক্রোবাস (চট্টগ্রাম মেট্রো-ছ ৫১-৮৭৬) জব্দ করে। সেইসঙ্গে গাড়িটির চালক আবু মুসা ও তার সহকারী সাকিব আলমকে আটক করে। আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।