ঢাকাবৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আলোচিত মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল

rising sylhet
rising sylhet
জুলাই ২৪, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডসহ মোট ছয়টি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা ১৫ মিনিটে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময়ের পক্ষ থেকে জামিন শুনানিতে অংশ নেন ঢাকার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি দল।

শুনানি উপলক্ষে আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।

২০২৩ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও এলাকার ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর ঢাকার একটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

পরদিন, ২৬ নভেম্বর আদালতে তার জামিন শুনানিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। পরে তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ছাড়া ওই ঘটনায় পুলিশের ওপর হামলা, বিচারপ্রার্থীদের ওপর আক্রমণ, এবং বিস্ফোরণ সংক্রান্ত আরও পাঁচটি মামলা হয়। এ পর্যন্ত ছয়টি মামলায় মোট ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২১ জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।