
রাইজিংসিলেট- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হা ম লা র প্রতিবাদে শাবিপ্রবিতে মশাল মিছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর একাধিক হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিল শুরু হয়ে মূল ফটকে গিয়ে শেষ হয়, যেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং প্রশাসনের নীরব অবস্থানের প্রতিবাদ জানান।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে হামলার প্রতিবাদ জানান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “দল-মত ভিন্ন হতে পারে, কিন্তু জাতীয় ইস্যুতে আমাদের অবস্থান এক। শিক্ষার্থীদের ওপর হামলার মতো ঘটনায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, “গণআন্দোলনের পর আমরা শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখনো অশান্তির চিত্র দেখতে হচ্ছে। প্রশাসন যদি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে তাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।”
আরেক শিক্ষার্থী, মো. আবু নাসিম, বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণআন্দোলনের ফসল হলেও তারা সেই চেতনা বাস্তবায়নে ব্যর্থ। জনগণের আশা পূরণে ব্যর্থ হলে পরিবর্তনের দাবি আসবে—এটাই স্বাভাবিক।”
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাস ও দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন।