ঢাকাসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চরম ভোগান্তিতে পড়েছেন কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্ব জ ন রা

rising sylhet
rising sylhet
জানুয়ারি ২০, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। মোটর বিকলজনিত কারণে হাসপাতালের ৬ তলা ভবনে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

জরুরি রোগীদের স্থানান্তর করা হচ্ছে বিভিন্ন হাসপাতালে। পানির অভাবে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটারের কার্যক্রম। এরই মাঝে রোববার ২১ জন রোগীকে শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও জরুরি ভর্তিজনিত কারণ না থাকলে রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

সোমবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম।

এ বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মোহাম্মদ শামসুল আলম বলেন, ‘সমস্যা নিরসনে কাজ করছে গণপূর্ত বিভাগ। তবে আজ রাতের মধ্যে ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

৫২ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।